ঢাকার উপকণ্ঠে বিদ্যুৎ কেন্দ্রের উপর মুক্তিবাহিনীর আক্রমণ দীর্ঘক্ষণ শহর নিপ্রদীপ
ঢাকা, ২০ জুলাই— গতকাল রাত্রে ঢাকার উপকণ্ঠে মুক্তি বাহিনীর বােমার আক্রমণে দুটি পাওয়ার স্টেশন বিকল হয়ে যায়। এবং দীর্ঘক্ষণ শহর নিপ্রদীপ হয়ে থাকে। এ, পি ঐ সংবাদ দিয়েছে।
ঐ সূত্রে আরাে বলা হয়েছে যে, আজও শহরে প্রধান প্রধান শিল্প এলাকা ও জনবসতিতে বিদ্যুৎ সংযােগ বিচ্ছিন্ন ছিল।
প্রকাশ, মুক্তিফৌজ গতকাল রাজারবাগ পুলিস সদর দপ্তরের নিকটবর্তী ছামােলবাগান পাওয়ার স্টেশনে গ্রেনেড আক্রমণ চলায়। হােটেলের নিকটবর্তী সাহাবাগ সাব পাওয়ার স্টেশনেও অনুরূপ আক্রমণ সংগঠিত হয়। তিন জন স্টেশন গার্ড ২য় ঘটনায় আহত হন। এবং ঐ দুটি স্টেশনের অন্তর্ভুক্ত এক বিস্তীণ বিদ্যুৎ সংযােগ বিহীন হয়ে পড়ে।
পাওয়ার স্টেশনের কর্মকর্তারা স্বীকার করেছেন, মুক্তিফৌজের আক্রমণে ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে এবং তা মেরামত করা হচ্ছে।
তিন শতাধিক হানাদার নিহত
কৃষ্ণনগর থেকে ইউএনআই জানিয়েছে, মুজিবনগর থেকে আজ মুক্তিফৌজ বাহিনী সূত্রে বলা হয়েছে যে, বাঙলাদেশের দক্ষিণ পশ্চিম কমাণ্ডের বিভিন্ন রণাঙ্গনে গত ২৫ দিনে কম করে ৩০০ জন পাক হানাদার নিহত হয়েছে। এবং মুক্তিফৌজের হাতে ১৮৫ পাকদালাল নিহত হয়েছে। নিহত দালালদের মধ্যে তথাকথিত শান্তি কমিটির বিশিষ্ট ব্যক্তিরাও রয়েছেন।
সূত্র: কালান্তর, ২১.৭.১৯৭১