You dont have javascript enabled! Please enable it! 1971.09.22 | কুমিল্লা রণাঙ্গনে পাকসেনাদল খাদ্য সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা সম্পর্কে বিচলিত | কালান্তর - সংগ্রামের নোটবুক

কুমিল্লা রণাঙ্গনে পাকসেনাদল খাদ্য সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা সম্পর্কে বিচলিত
বিভিন্ন অঞ্চলে বিপুল পাকসৈন্য নিহত

আগরতলা, ২২ সেপ্টেম্বর (ইউএনআই)- কুমিল্লা রণাঙ্গনে গেরিলা তৎপরতা ও অতর্কিত আক্রমণ বৃদ্ধি পাওয়ায় পাকসেনাদল তাদের খাদ্য সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা সম্পর্কে বিচলিত হয়ে পড়েছে।
সীমানার ওপার থেকে ঐ মর্মে সংবাদ এসে পৌঁছেছে। সংবাদে বলা হয়েছে যে মােটর পরিবহন ব্যবস্থার স্বল্পতার দরুণ পাকসেনাদলকে এই অঞ্চলে গরুর গাড়ির সাহার্যে হাতহত সেনাদের অন্যত্র স্থানান্তরিত করতে হচ্ছে।
পরিবহন গেরিলাদের হাতে নষ্ট হয়েছে। এ ছাড়া বাঙলাদেশের অন্যান্য রণাঙ্গনেও গেরিলারা অসীম সাহসের সঙ্গে পাকসৈন্যদের…

সূত্র: কালান্তর, ২২.৯.১৯৭১