গেরিলাদের আক্রমণে ময়মনসিংহে ট্রেন বিধ্বস্ত
গত কয়েকদিনে ২ জন অফিসারসহ ৫০ জন পাক সেনা নিহত মুজিবনগর, ১৬ জুলাই (ইউএনআই) বাঙলাদেশের বিভিন্ন রণাঙ্গনে গেরিলা তৎপরতা উল্লেখযােগ্য পর্যায়ে এসে পৌঁছেছে। গত কয়েক দিনে দুজন পাক সামরিক অফিসারসহ কম করে ৫০ জন পাক সৈন্য মুক্তিফৌজের গেরিলাদের অফিসারসহ কম করে ৫০ জন পাক সৈন্য মুক্তিফৌজের গেরিলাদের হাতে নিহত হয়েছেন। ময়মনসিংহ জেলায় গােপন মাইন বিস্ফোরণে একটি ট্রেন ধ্বংসেরও খবর পাওয়া গেছে। যশাের, রংপুর, রাজশাহী, দিনাজপুর, খুলনা জেলায় গেরিলাদের উল্লেখযােগ্য সাফল্যের সংবাদ পাওয়া গেছে।
যশাের রণাঙ্গনে সাতক্ষিরা এলাকায় ৮ জন পাকসেনা মুক্তিফৌজের হাতে নিহত হয়েছে। গত ১০ জুলাই রংপুর রণাঙ্গনে এক টহলদারী পাকসেনা গেরিলাদের হাতে প্রচণ্ড মার খেয়েছে। বহু সংখ্যক পাকসেনার নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঐ স্থানে ৬ জন পাকদালালকেও খতম করা হয়েছে।
গত ১১ জুলাই রাজশাহী এলাকা থেকে একদল পাকসেনাকে গেরিলারা ধরে নিয়ে এসেছেন। দিনাজপুর জেলায় এক মাইন বিস্ফোরণে ৩০ জন পাকসেনা হতাহত হয়েছে। আটগ্রাম এলাকায় মাইন বিস্ফোরণে ২ জন সামরিক অফিসার নিহত হয়েছে। বেনাশ্বরী এলাকায় এক সংঘর্ষে ৩ জন পাক সেনা নিহত হয়েছে। ময়মনসিংহ জেলার ধলমাতে ২০ জন পাকসেনা নিহত হয়েছে।
গত রাতে খুলনা জেলার ভােমরা রণাঙ্গনে মুক্তিফৌজের সঙ্গে পাক সেনাদের প্রবল এক সংঘর্ষের সংবাদ পাওয়া গেছে। বহু পাকসেনা হতাহত হয়েছে।
সূত্র: কালান্তর, ১৭.৭.১৯৭১