You dont have javascript enabled! Please enable it!

মুক্তিফৌজ আরও অস্ত্র চায় বাঙলাদেশে গেরিলা যুদ্ধ সম্পর্কে কিউবার সাপ্তাহিকের মন্তব্য

নয়াদিল্লী, ৩১ আগস্ট (আইপিএ) কিউবার সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক পত্রিকা ‘বােহােমকের সর্বশেষ সংখ্যায় বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করা হয়েছে। মন্তব্যে বলা হয়েছে, “পূর্ববঙ্গে চার মাসেরও বেশি সময় সংঘর্ষ চলছে। শরণার্থীর সংখ্যা প্রায় ৮০ লক্ষ এবং এই সংখ্যা এক কোটিতেও পৌঁছুতে পারে। ইতিমধ্যে অনাহারে মৃত্যু ক্রমাগত হচ্ছে।”
“মুক্তিফৌজ সামরিক শক্তির বিরুদ্ধে গেরিলা কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। ভারত-পাক সীমান্তে অনবরতই নানা ঘটনা ঘটছে।
“পর্যবেক্ষকদের মতে এইসব ঘটনা থেকে উভয় দেশের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
পত্রিকাতে আরাে বলা হয়েছে যে, আওয়ামী লীগ যা চায় তাহলে মুক্তিযােদ্ধাদের জন্য অস্ত্রশস্ত্র সামরিক হস্তক্ষেপ নয়।
“এখন এটা প্রমাণিত হয়েছে যে, মুক্তিফৌজেকে নিয়মিত ও অনিয়মিত ফৌজে বিভক্ত করা হয়েছে। অনিয়মিত ফৌজ বিভিন্ন শিবির থেকে হালকা ধরণের অস্ত্রের সাহায্যে গেরিলা আক্রমণের কৌশল শিখছে।”
‘বর্ষার পর নিয়মিত ফৌজ যখন বড় ধরণের আক্রমণ চালাবে তখন তাদের কাছে ভারী সামরিক অস্ত্রশস্ত্র থাকার প্রয়ােজন রয়েছে। সমস্ত সামরিক আক্রমণের ক্ষেত্রে বর্ষাকালের যথেষ্ট প্রভাব রয়েছে এবং এই মরসুম শেষ হয়ে যাওয়ার পর বড় ধরণের আক্রমণের জন্য নিয়মিত ফৌজরা অপেক্ষা করছে।

সূত্র: কালান্তর, ১.৮.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!