গেরিলা আক্রমণে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার মধ্যেকার গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস
মুজিবনগর, ৩১ আগস্ট (ইউএনআই) গত সপ্তাহে গেরিলারা ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করে ঐ দুটি স্থানের মধ্যে যােগাযােগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়েছেন। গেরিলারা দক্ষিণ আখাউড়ার ইমামবাড়ির কাছে একটি রেলসেতুও ধ্বংস করে দিয়েছেন এবং সেতু রক্ষক পাঁচজন রাজাকার আটক করেছেন। | গত ২৪ আগস্ট শ্রীহট্ট রণাঙ্গনের মালিগাঁও এর কাছে একটি ট্রান্সমিশন লাইন মুক্তিবাহিনী ক্ষতিগ্রস্ত করে দিয়েছেন এবং সুনামগঞ্জ ও ছাতক এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়েছেন।
রংপুর রণাঙ্গণে গেরিলাদের আক্রমণে গত শনিবার রাত্রে ১০ জন পাকসেনা নিহত, ১ জন আটক এবং ১টি জীপ দখল হয়েছে। ঐদিনে লালমনিরহাটের পশ্চিমে ৬ জন পাক দালালকে মুক্তিবাহিনী গুলি করে খতম করেছে। গত সপ্তাহের শেষে কোম্পানীগঞ্জ ও গাজিপুর এলাকায় গেরিলারা পাকবাহিনীর উপর আক্রমণ চালায়। ময়মনসিংহ জেলার পূর্ব কিশােরগঞ্জে গেরিলাদের অতর্কিত আক্রমণে বহু পাকসেনা গুরুতর আহত হয়েছে।
গত তিন দিনে রংপুর ও দিনাজপুর জেলায় গেরিলাদের আক্রমণে ক্রম করে ২০ জন পাকসেনা নিহত হয়েছে।
গেরিলারা পচাগড়ের গেরিলা ও পানিমাছপুলারের দুটি পাকসেনা ঘাঁটি ধ্বংস করে দিয়েছেন এবং কয়েকজন রাজাকারকে খতম করেছেন।
সূত্র: কালান্তর, ১.৯.১৯৭১