You dont have javascript enabled! Please enable it! 1971.09.26 | বিভিন্ন রণাঙ্গনে মুক্তিবাহিনীর হাতে ৫২ জন পাকসৈন্য খতম | কালান্তর - সংগ্রামের নোটবুক

বিভিন্ন রণাঙ্গনে মুক্তিবাহিনীর হাতে ৫২ জন পাকসৈন্য খতম
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ২৬ সেপ্টেম্বর- গত ক’দিনে বাঙলাদেশ মুক্তি বাহিনীর হাতে কমপক্ষে ৫২ জন পাক হানাদার সৈন্য নিহত হয়েছে।
বাঙলাদেশ মুক্তিবাহিনীর সদর দপ্তর থেকে প্রচারিত বুলেটিনে ইউএনআই প্রেরিত সংবাদ থেকে এই তথ্য জানা গেল।
আগরতলা থেকে ইউএনআই’র সংবাদে জানা যায় গত ২১ সেপ্টেম্বর পাকিস্তানী বাহিনী যখন আপাউপুর গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল সেই সময় মুক্তিবাহিনী অতর্কিতে তাদের উপরে হানা দিয়ে সেখানেই ১৫ জন পাকসেনাকে খতম করে।
মুক্তিবাহিনী লক্ষ্মীপুর গ্রামে পাকিস্তানীদের একটি বাঙ্কারের হানা দিয়ে দুজন সৈন্যকে নিহত এবং ১ জনকে আহত করে।
মুক্তিবাহিনীর সদর দপ্তর থেকে প্রচারিত বুলেটিনে জানানাে হয়েছে : রংপুর-দিনাজপুর-রাজশাহী রণাঙ্গনে মুক্তিবাহিনী গত ২২ সেপ্টেম্বর টহলরত পাকহানাদার বাহিনী এবং রাজাকারদের উপর অতর্কিত আক্রমণ চালিয়ে দু’জন পাকসৈন্যকে হত্যা ও তিনজনকে জখম করে। মুক্তিযােদ্ধারা ভাটপাই এলাকা থেকে একটি চীনা স্টেনগান দখল করে।
ঐ একইদিন মুক্তিবাহিনী পশ্চিম মাছখােরিয়া গ্রামে শত্রু সৈন্যদের উপর অতর্কিত আক্রমণ চালিয়ে দু’জন পাকসেনাকে হত্যা ও তিনজনকে আহত করে।
গত ২১ সেপ্টেম্বর মুক্তিবাহিনী পাগলাদেওয়ান হাট শত্রু ছাউনির উপর আক্রমণ চালিয়ে দুইজন পাক সৈন্যকে খতম করেন।
আজ বিলম্বে প্রাপ্ত খবরে জানা গেছে মুক্তিবাহিনী গােলিহা এলাকায় পাকহানাদার সৈন্যদের উপর আক্রমণ চালিয়ে ছয়জন শত্রুসৈন্যকে খতম এবং নয়জনকে আহত করে। বিলম্বে প্রাপ্ত অপর একটি খবরে জানা গেছে, গত ১৭ই সেপ্টেম্বর মুক্তিবাহিনী উক্ত এলাকায় মাইন পেতে শত্রু সৈন্যের খাদ্য ও রসদবাহী দুটো গরুর গাড়ী উড়িয়ে দেন। এই আক্রমণে একজন পাকসৈন্য নিহত ও চারজন আহত হয়…

সূত্র: কালান্তর, ২৬.৯.১৯৭১