You dont have javascript enabled! Please enable it! 1971.09.04 | ইয়াহিয়া টিক্কা খা সাক্ষাৎকার | কালান্তর - সংগ্রামের নোটবুক

ইয়াহিয়া টিক্কা খা সাক্ষাৎকার

নয়াদিল্লী, ৩ সেপ্টেম্বর (ইউএনআই) বাঙলাদেশের পাক অধিকৃত অঞ্চলের প্রাক্তন গভর্ণর লেফটেনান্ট জেনারেল টিক্কা খান আজ পাক প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে সাক্ষাৎ করছেন বলে পাক রেডিও জানিয়েছে।
নয়াদিল্লীস্থ পাক হাইকমিশনার সাজ্জাদ হায়দারও আজ পাক প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
তিনি সাপ্তাহিক পত্রিকা ‘উইকলি’র সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন যে মুক্তিবাহিনীর আক্রমণের দক্ষতা ও ক্ষমতায় শত্রুপক্ষ ভীত হয়ে পড়েছে। পাক সেনাবাহিনী সম্পূর্ণরূপে ছত্রভঙ্গ হয়ে পড়েছে বলে তিনি তার মন্তব্য বলেছেন।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিবাহিনী দেশপ্রেমের উন্মাদনা নিয়ে এবং সুশৃঙ্খলভাবে শত্রুবাহিনীর উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। “বাঙলাদেশের মাটি থেকে সর্বশেষ ভাড়াটে সেনাকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমাদের আক্রমণ অব্যাহত থাকবে এবং সেই উদ্দেশ্যে মুক্তিবাহিনীর শক্তি ও প্রেরণাকে বজায় রাখার জন্য বাংলাদেশ সরকার সবকিছু করবে বলে তিনি উল্লেখ করেন।

সূত্র: কালান্তর, ৪.৯.১৯৭১