বিপ্লবী নেতা হীরালাল দাশগুপ্ত পাকসেনাদের গুলিতে নিহত
আগরতলা, ২২ সেপ্টেম্বর (ইউএনআই)- অবিভক্ত বাঙলাদেশের সুপরিচিত বিপ্লবী নেতা শ্রীহীরালাল দাসগুপ্তকে পাকসেনারা সম্প্রতি বাঙলাদেশের বরিশাল জেলার পটুয়াখালিতে গুলি করে হত্যা করেছ।
সীমানার ওপার থেকে ন্যাপের সূত্র থেকে প্রাপ্ত সংবাদে বলা হয়েছে যে শ্ৰী দাসগুপ্তকে ইতিপূর্বে সামরিক কর্তৃপক্ষ গ্রেপ্তার করে।
শ্ৰী দাসগুপ্ত ১৯৫৮ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত জেলে থাকেন এবং পরে স্বাস্থ্যের কারণে তাঁকে মুক্তি দেওয়া হয়।
সূত্র: কালান্তর, ২৩.৯.১৯৭১