জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্রের
কয়েকটি সংবাদপত্রে ভারত সীমান্তে শরণার্থী সমস্যা সম্পর্কে সহানুভূতিসূচক মন্তব্য
(বিশেষ প্রতিনিধি)
নয়দিল্লী, ৪ জুন, জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কয়েকটি সংবাদপত্রে ভারত সীমান্তের শরণার্থী সমস্যা সম্পর্কে সহানুভূতি সূচক মন্তব্য প্রকাশ করা হয়েছে।
এইসব সংবাদপত্রে নয়াদিল্লীর এ ডি এনের সংবাদদাতার কয়েকটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। নিউ এস জয়শ্চল্যাণ্ডে’ পাক-ভারত সীমান্তে ব্যাপক সংখ্যক গৃহহারা ও ক্রমবর্ধমান শরণার্থী শীর্ষক রিপাের্ট প্রকাশিত হয়েছে।
এডিএন সংবাদদাতা আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে শরণার্থীদের সমস্যা মােকাবিলায় ভারত সরকারের মহান প্রচেষ্টার যাবতীয় বিবরণ পেশ করেছেন।
রিপাের্টে এই মর্মে পরিসমাপ্তি করা হয়েছে যে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সঙ্কটের দ্রুত সমাধান ছাড়াও শরণার্থীদের জন্য অবিলম্বে ভারতকে সমর্থন জানানাে বিশেষ প্রয়ােজন।
ইতিমধ্যে এ আইটি সি বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের অন্তর্গত জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ট্রেড ইউনিয়ন সংস্থার কাছ থেকে এই মর্মে তার বার্তা পেয়েছে যে “বাঙলাদেশের শরণার্থীদের জন্য তারা ভারত সরকারের একটি মার্ক সাহায্য করছে”।
সূত্র: কালান্তর ৫.৬.১৯৭১