১ অক্টোবর ১৯৭২ঃ আজকের এদিনে- প্রধান ঘটনা
আজ থেকে সারা দেশে ৪৭৩০টি ন্যায্য মূল্য এর দোকান চালু হচ্ছে। ঢাকায় দোকান চালু হলেও কর্মচারীরা এখন পর্যন্ত বিক্রয় নীতিমালা হাতে পাননি। এ জন্য সকলেই স্থানীয় এমসিএ দের দোষারোপ করছেন। তারা বলছে স্থান নির্বাচন ও কর্মচারী নিয়োগের বিষয়টি ছিল সংশ্লিষ্ট এসডিওদের উপর। কিন্তু ঢাকার প্রায় সকল এমসিএ এসকল দায়িত্ব নিজেরা নিয়ে নেন। ফলে তারা বিলম্ব করেন। কয়েকটি দোকানের গুদাম এবং কয়েকটি দোকান স্থাপন করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগ অফিসে। এসব দোকানে ন্যায্যমূল্য এর দোকানের শাইন বোর্ড নেই ফলে জনগন বুঝছে না আওয়ামী লীগ অফিস না ন্যায্যমূল্য এর দোকান।
ন্যায্য মূল্য এর দোকান চালু উপলক্ষে সমবায় মন্ত্রী শামসুল হক দোকান বিষয়ে তার পরিকল্পনা সাংবাদিকদের কাছে প্রকাশ করেন। তিনি বলেন এটি এখন সরকার পরিচালনা করলেও ভবিষ্যতে এটি সমবায় ভিত্তিতে পরিচালিত হবে। জনগন সরকারের শেয়ার কিনে নিবেন। তিনি বলেন গ্রামাঞ্চলের এ সকল দোকান থেকে ভবিষ্যতে সার কীটনাশক বিক্রয় করা হবে।