You dont have javascript enabled! Please enable it! 1971.09.28 | ভারতীয় দরিয়ায় পাকিস্তানী সাবমেরিন? | কালান্তর - সংগ্রামের নোটবুক

ভারতীয় দরিয়ায় পাকিস্তানী সাবমেরিন?

বােম্বাই, ২৭ সেপ্টেম্বর (ইউএনআই) গত মাসের শেষদিকে বােম্বাইয়ের উপকূলের প্রায় ১৫ কিলােমিটার দূরে সমুদ্রে একটি বিদেশী সামমেরিনকে ঘােরাফেরা করতে দেখা গিয়েছিল। তবে ভারতীয় নৌ-বাহিনী ঐ অঞ্চল থেকে সাবমেরিনটিকে বিতারিত করে। আজ এখানে ঐ সংবাদটি জানা যায়। ঐ সাবমেরিনটি পাকিস্তানী বলে মনে করা হচ্ছে।

সূত্র: কালান্তর, ২৮.৯.১৯৭১