You dont have javascript enabled! Please enable it! 1971.10.23 | মুক্তিবাহিনীর হাতে ১৩ জন শত্রু সৈন্য নিহত | কালান্তর - সংগ্রামের নোটবুক

মুক্তিবাহিনীর হাতে ১৩ জন শত্রু সৈন্য নিহত
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ২২ অক্টোবর মুজিবনগর থেকে প্রকাশিত বাংলাদেশ বাহিনীর যুদ্ধ বুলেটিন থেকে জানা যায় রংপুর-দিনাজপুর-রাজশাহী সেক্টরে মুক্তিবাহিনীর হাতে তের জন শত্রুসৈন্য মারা গেছেন। মুক্তিবাহিনী দশটি রাইফেল উদ্ধার করেছে। ১৬ অক্টোবর খাল পাড়ায় মুক্তিযােদ্ধারা চারজন শত্রুকে নিহত করেছে। ঐ একই স্থানে পরের দিন তিনজন পাকসেনাকে খতম করে এবং দুইজনকে আহত করে। ফুটীকবাড়ী সেতুটি সম্পূর্ণ এবং সংলগ্ন রেললাইন আংশিকভাবে মুক্তিবাহিনী ধ্বংস করতে সক্ষম হয়। ঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম সেক্টরেও গেরিলাবাহিনী পাক-দস্যুদের বিপর্যস্ত করে তুলেছে। ময়মনসিংহ, শ্রীহট্ট, মৌলভী বাজার সেক্টরে মুক্তিযােদ্ধারা মালবাহী তিনটি লঞ্চ দখল করে নিয়েছে।

সূত্র: কালান্তর, ২৩.১০.১৯৭১