পাকিস্তান বন্দর দিয়ে ভারতীয় যাত্রী ও মালবাহী জাহাজ পাঠাতে হুঁশিয়ারি
বােম্বাই, ১৮ অক্টোবর (ইউএনআই)- সারা ভারত পাের্ট এবং ডক শ্রমিক ফেডারেশনের প্রেসিডেন্ট শ্রী এস আর কুলকানি আজ পৃথিবীর সমস্ত জাহাজ কোম্পানিগুলােকে সতর্ক করে দিয়েছেন যে, তারা যেন ভারতীয় যাত্রী ও ভারতের জন্য মালবাহী জাহাজ ভারতে পৌছার পথে করাচী বা অন্যান্য পাকিস্তানী বন্দর দিয়ে না পাঠান। ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমানে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে তারই পরিপ্রেক্ষিতে শ্রীকুলকার্নি উপরােক্ত হুঁশিয়ারি দিয়েছেন।
১৯৬৫ সালে ভারত-পাকিস্তান সংঘর্ষের অভিজ্ঞতার কথা উল্লেখ করে শ্রীকুলকার্নি জাহাজ কোম্পানিগুলােকে অনুরােধ জানান যাতে ভারতীয় যাত্রী ও মালপত্র সহ জাহাজ পাকিস্তান বন্দর দিয়ে যাবার আগেই ভারতীয় বন্দরে যাত্রী ও মালপত্র নামিয়ে দিয়ে যায়।
সূত্র: কালান্তর, ১৯.১০.১৯৭১