You dont have javascript enabled! Please enable it!

মুক্তিবাহিনীরও সশস্ত্র বিমান আছে

মুজিবনগর, ৩০ অক্টোবর (ইউএনআই) পাক আক্রমণের মােকাবিলার জন্য মুক্তিবাহিনীর হাতে বর্তমানে একটি সশস্ত্র বিমান বাহিনী আছে, আজ ওয়াকিবহাল সূত্র থেকে এই সংবাদ জানানা হয়েছে। ওয়াকিবহাল মহল থেকে আরাে বলা হয়েছে যে সম্প্রতি বাঙলাদেশের মুক্তাঞ্চলে অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহক কমিটির সভায় অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম উপরােক্ত ঘােষণা করেছেন।
জানা গেল ঐ সভায় বাঙলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি আরাে জানিয়েছেন যে বাঙলাদেশের মুক্তাঞ্চলে কয়েকটি বিমান অবতরণক্ষেত্র এবং হেলিকপ্টারের অবরণ ক্ষেত্র তৈরি হয়েছে। এই সমস্ত বিমান অবতরণ ক্ষেত্র ও হেলিকপ্টার অবতরণক্ষেত্র (হিলিপেড) শত্রু বাহিনী মােকাবিলার জন্য বাংলাদেশ বিমান বাহিনী বর্তমান ব্যবহার করছে।

সূত্র: কালান্তর, ৩১.১০.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!