হাকিমপুরে পাকফৌজের গােলাবর্ষণ ২ জন নিহত ১২ জন আহত
(নিজস্ব সংবাদদাতা)
হাকিমপুর, ২৬ অক্টোবর আজ এখানে সকাল এগারােটা থেকে বারােটা পর্যন্ত এক ঘণ্টা ধরে পাকফৌজের অবিরাম গােলাবর্ষণের ফলে ২ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে আছেন জনৈকা রমণী।
পাকফৌজ সােনাই নদীর সীমান্তরেখা থেকে চার মাইল দূরের হঠাংগঞ্জে ঘাঁটি গেড়েছে। সেখান থেকেই গােলাবর্ষিত হয়। এপারে ভারতীয় জওয়ানরা ঐ গােলাবর্ষণের কোন প্রত্যুত্তর দেননি।
গােলাবর্ষণের ফলে যে, রমণী মারা গেছেন তিনি বারিক মিঞার স্ত্রী নামেই সুপরিচিতা। তাছাড়া হাকিমপুর হাটখােলায় আরও একজন মারা যান। নিহত দ্বিতীয় ব্যক্তির নাম অবশ্য জানা যায় নি।
যে ১২ জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে ২৭ বছরের যুবক শ্রী শান্তি সরকারের একটি পা উড়ে গেছে।
সূত্র: কালান্তর, ২৭.১০.১৯৭১