ফেনীতে বােমা বর্ষণ
শুক্রবার সকালে ত্রিপুরাতে যে সব উদ্বাস্তুরা এসেছে তারা জানিছে বৃহস্পতিবার রাতে পাক বিমানগুলি ফেনী শহরে বােমা বর্ষণ করে প্রচুর ক্ষতি করেছে।
রাজশাহীতে পনের বার বিমান হামলা
গত ২৪ ঘণ্টায় পাকবিমানগুলি মুক্ত রাজশাহী শহরের জনবহুল এলাকায় অবিরাম হামলা চালিয়ে গেছে।
বিমানগুলি এইসব হামলার সময় ভারতীয় সীমান্তের খুব নিকট দিয়ে উড়ে যায়। এই বিমান হামলার ফলে গুরুতর ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
ইউ, এন, আই-এর খবর হলাে বৃহ’ স্পতিবার বিমানগুলি ৯ বার এবং শুক্রবার ৬ বার রাজশাহীর ওপর হামলা করে।
মুক্তিফৌজ অবসরপ্রাপ্ত সৈনিকদের সংগ্রহ করছে
বাঙলাদেশের মুক্তিফৌজ বড় বড় শহর গুলির ফৌজী ঘাঁটিগুলির ওপর শীঘ্রই পাল্টা অভিযানে নামতে চায়। এই উদ্দেশ্যে অবসর প্রাপ্ত সামরিক বাহিনীর লােকজনদের সংগ্রহ করার জন্য বিশেষ নজর দিয়েছে।
সীমান্তের পার থেকে পাওয়া শিলং-এ ইউ,এন,আই-এর সংবাদদাতার সংবাদ হলে ইতােমধ্যেই কিছু উচ্চপদস্ত অফিসারদের পাওয়া গেছে। এই অফিসাররা বর্তমানে অনেক জায়গা প্রত্যক্ষভাবে সংগ্রাম পরিচালনা করছেন।
সূত্র: কালান্তর, ১০.১১.১৯৭১