গেরিলা তৎপরতায় ময়মনসিংহ-এর কিশােরগঞ্জ মহকুমার বিস্তীর্ণ এলাকা মুক্ত
মুজিবনগর, ৩ নভেম্বর মুক্তিবাহিনী সম্প্রতি ময়মনসিংহ জেলার কিশােরগঞ্জ মহকুমার এক বিস্তীর্ণ অঞ্চল হানাদারদের হাত থেকে মুক্ত করেছেন আজ মুক্তিবাহিনীর যুদ্ধ বুলেটিনে এই সংবাদ ঘােষণা করা হয়েছে।
আরাে খবর : ঢাকা জেলার মুন্সিগঞ্জ রেল স্টেশনের কাছে পাকসৈন্যদের একটি স্পেশাল ট্রেনে সফল আক্রমণ চালিয়ে গেরিলারা গত ২২ অক্টোবর প্রচুর অস্ত্রশস্ত্র ও খাদ্য দখল করে নিয়েছেন। দখলীকৃত খাদ্য স্থানীয় বাসিন্দাদের মধ্যে বন্টন করে দেওয়া হয়।
রংপুর রণাঙ্গন থেকে গত ২৮ অক্টোবর পাকসেনাদের একটি দল গেরিলা তৎপরতায় ভীত হয়ে পিছু হটে যেতে বাধ্য হয়। ঐ দিন রাত্রে ভুরঙ্গমারী ও বড় খাতা এলাকায় পাকবাহিনীর উপর গেরিলারা আক্রমণ চালান এবং রাজশাহী ও ঈশ্বরদির মধ্যে রেল যােগাযােগ ব্যবস্থা বানচাল করে দিয়েছেন। সুনামগঞ্জ ও ছাতাকের মধ্যে একটি সড়কসেতু ধ্বংস করে দিয়ে যােগাযােগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
সূত্র: কালান্তর, ৪.১১.১৯৭১