You dont have javascript enabled! Please enable it!

দিনাজপুর-ফুলবাড়ি সড়ক মুক্তিবাহিনীর দখলে
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ১৩ নভেম্বর বাঙলাদেশের মুক্তিবাহিনী উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক দিনাজপুর ফুলবাড়ি রােডের অধিকাংশ দখল করে নিয়েছেন। এই রাস্তার পাশে পাকসৈন্যদের বাঙ্কারগুলিও এখন মুক্তিসেনাদের দখলে। পাকসৈন্যরা প্রচুর ক্ষয় ক্ষতি স্বীকার করে পাঁচবাড়ি গ্রামের দিকে সরে গিয়েছে। প্রায় ২৫/২৬ মাইল দীর্ঘ এই সড়কের উপর মােহনপুর ব্রীজসহ অধিকাংশ রাস্তায় মুক্তিবাহিনী তাদের নিয়ন্ত্রণ স্থাপন করতে কয়েকদিন আগে সফল অভিযান চালিয়েছিল তাতে ৪৫ জন পাকিস্তানী সৈন্য নিহত ও তিনজন বন্দী হয়েছে। পাকিস্তানীদের কবর থেকে মুক্তিবাহিনী দুজন তরুণী মহিলাকেও উদ্ধার করেছে।

সূত্র: কালান্তর, ১৪.১১.১৯৭১