You dont have javascript enabled! Please enable it! 1971.11.23 | বয়ড়ার আকাশে চারটি পাক-স্যাবার জেট ভারতের বিমানের তাড়ায় পলায়ন | কালান্তর - সংগ্রামের নোটবুক

বয়ড়ার আকাশে চারটি পাক-স্যাবার জেট
ভারতের বিমানের তাড়ায় পলায়ন

নয়াদিল্লী, ২২ নভেম্বর পাকিস্তানের চারটি স্যাবার জেট বিমান আজ ২৪ পরগনায় ভারতের সীমান্তবর্তী বয়ড়ার আকাশসীমা লঙ্ঘনকালে ভারতের ন্যাট বিমান তাদের ধাওয়া করে। তাড়া খেয়ে পাকিস্তানী বিমান পালিয়ে যায়।
ইউএনআই জানিয়েছে আজ কলকাতা থেকে ১০৪ কিলােমিটার দূরবর্তী বয়রা সীমান্তে ভারতের এলাকার উপর পাক বিমান দেখা যায়। বিমানগুলি বড় জোর এক মিনিট কি দু মিনিট ছিল। ভারতীয় বিমানগুলি তাড়া করলে বিমানগুলি পালিয়ে যায়।
বে-সরকারী সূত্রে এই সংবাদ পাওয়া গেছে তাতে জানা যায় যে, বিগত কয়েকদিনে গুলি বিনিময়ের হার অনেক বেড়ে গেছে এবং পাকিস্তান যুদ্ধের সম্প্রসারণ করার জন্য কাজ করে চলেছে।
ঐ মুখপাত্রের মতে পশ্চিম রণাঙ্গন তুলনা মুলকভাবে শান্ত আছে। কিন্তু পূর্ব-রণাঙ্গনের বিস্তীর্ণ অঞ্চলে পাকসৈন্যরা প্রায় ঘিরে ফেলার চেষ্টা করছে এবং প্রতিনিয়ত গােলাবর্ষণ করে চলেছে।
জানা গেছে শনিবার জনৈক অ-সামরিক ব্যক্তি নিহত হন ও জনা দুয়েক আহত হন।
গতকাল সীমান্ত রক্ষীরা ১০ জন রাজাকারকে অস্ত্র সমেত গ্রেপ্তার করেছে। এরা অস্ত্র হাতে করিমগঞ্জএর পধ দিয়ে ভারতে প্রবেশ করেছে।

সূত্র: কালান্তর, ২৩.১১.১৯৭১