You dont have javascript enabled! Please enable it!

পূর্ব রণাঙ্গণে
বাঙলাদেশে পাক বিমান শক্তি কার্যত পঙ্গুঃ বন্দর অবরুদ্ধ
ঠাকুরগাঁও দর্শনা বরিশাল শামসেরনগর চৌদ্দগ্রাম ভারতের দখলে
একদিনের পাল্টা আঘাতে পাকিস্তানের ৩৩ টি বিমান ধ্বংস
(স্টাফ রিপাের্টার)

নয়াদিল্লী, ৪ ডিসেম্বর) পশ্চিম ও পূর্ব সীমান্ত মিলিয়ে ভারতীয় বিমান বাহিনী আজ মােট ৩৩ টি বিমান ধ্বংস করেছে। এ সংবাদ দেশরক্ষা দপ্তরের সদর ঘাঁটি থেকে পাওয়া। পশ্চিম রণাঙ্গনে ১৯ টি এবং পূর্ব রণাঙ্গনে ১৪ টি। ভারতের ১১ টি বিমান ধ্বংস হয়েছে। এ কথা জানিয়ে ঐ সূত্র উল্লেখ করেছে যে ভারতীয় বিমান বাহিনী যে কটি বিমান ঘাঁটি আক্রমণ করেছে সেগুলি সবই অত্যন্ত সুরক্ষিত ও দুর্ভেদ্য। সেই তুলনায় ভারতের ক্ষতির পরিমাণ সামান্যই। ভারতের স্থল, বিমান ও নৌবাহিনী যুগপৎ অভিযান চালিয়ে আজ পূর্ব রণাঙ্গনে দর্শনা, ঠাকুরগাঁও, চরখাই, গাজীপুর, সামশেরনগর বিমানক্ষেত্র, অখাউড়ার কাছে চৌদ্দগ্রাম দখল করেছে। পাকিস্তানের ১০টি স্যাবার জেট বিধ্বস্ত হয়েছে ও ৬টি মিলিটারী স্টীমার জলমগ্ন হয়েছে। বিমানবাহিনী ঢাকা, যশাের ও অন্যান্য সামরিক লক্ষ্যবস্তুর উপরে সফল আক্রমণ চালিয়ে পাকিস্তানী বিমান শক্তিকে পঙ্গু করে দিয়েছে। নৌবাহিনী বঙ্গোপসাগরের তীরবর্তী সমস্ত পাক বন্দরকে অবরােধ করে জলপথে সরবরাহের ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়েছে এবং চট্টগ্রাম বন্দর ও কক্সবাজারের উপর বিমান আক্রমণ চালিয়েছে।
ভারতের বিমান বাহিনীর অভিযানের ফলে বাঙলাদেশে পাকিস্তানী বিমান বহরের শক্তি হ্রাস পেয়ে নামমাত্রতে এসে দাঁড়িয়েছে। ঢাকা শহরের বিমান যুদ্ধে ভারতীয় বিমানের হাতে পাকিস্তানী স্যাবার ভূপতিত হয়েছে। এছাড়া আরাে দুটি স্যাবার জেট ভারতীয় বিমানের রকেটে ঘায়েল হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

সূত্র: কালান্তর, ৫.১২.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!