ঝিকরগাছায় মুক্তিবাহিনীর বিপুল শক্তি সমাবেশ
মুজিবনগর, ২৭ নভেম্বর-যশাের ক্যান্টনমেন্টকে আজও কার্যতঃ অবরুদ্ধ রেখে মুক্তিবাহিনী সংলগ্ন গুরুত্বপূর্ণ অঞ্চল ঝিকরগাছায় তাদের বিপুল শক্তি সমাবেশ করছে। যশাের ক্যান্টনমেন্টের পতনকে তরান্বিত করার জন্য মুক্তিবাহিনী এক সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যাচ্ছে। পূর্ব ও পশ্চিম রণাঙ্গনেও মুক্তিবাহিনী গত তিনদিনে বিপুল সাফল্য অর্জন করেছে। সিলেট সেক্টরে রহিমপুর থেকে কাজিরঘাট পর্যন্ত প্রায় ৬শ কিলােমিটার অঞ্চল সম্পূর্ণ মুক্ত। নােয়াখালি জেলায় মুক্তিবাহিনীর গেরিলারা কুলগাজী ও ছাগলনাইয়া দখল করার পর গুরুত্বপূর্ণ এলাকা ফেনী অবরােধ করার জন্য প্রচন্ড চাপ সৃষ্টি করেছে। ময়মনসিংহ জেলায় মুক্তিবাহিনী মােহনগঞ্জ থানা ও পানিহাটাতে পাকসেনাদের শত্রু ঘঁটি চারদিক থেকে অবরােধ করে ফেলেছে। মুক্তিবাহিনীর গেরিলারা ঢাকার বিদ্যুৎ কেন্দ্র বিধ্বস্ত করে দিয়েছে। নারায়নগঞ্জের থানার কাছেও গেরিলারা প্রচন্ডভাবে বােমা বিস্ফোরণ করে। দিনাজপুর সেক্টরে পচাগড়ে পাকসেনাদের সঙ্গে মুক্তিবাহিনীর প্রচুর সংঘর্ষ চলছে। এই এলাকায় পাকসৈন্যদের নতুন করে সমাবেশের পরই সংঘর্ষ তীব্রতর হয়ে উঠেছে। ২৫ নভেম্বর এক সংবাদে জানা যায় যে, কুষ্টিয়া জেলার মনাখালি অঞ্চলে মুক্তিবাহিনীর গেরিলারা তাদের গােপন অবস্থান থেকে পাকসেনাদের উপর আক্রমণ চালায়। এই আক্রমণের ফলে ১২ জন রেঞ্জার নিহত এবং ১২ জন আহত হয়।
সূত্র: কালান্তর, ২৯.১১.১৯৭১