You dont have javascript enabled! Please enable it! 1971.12.08 | মুক্তিবাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় জোওয়ানরা এগিয়ে চলেছে | কালান্তর - সংগ্রামের নোটবুক

যশোর দূর্গের পতনঃ বাকি শুধু ঢাকা
শ্রীহট্ট ও লালমনিরহাট মুক্তঃ কুমিল্লা অবরুদ্ধ
মুক্তিবাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় জোওয়ানরা এগিয়ে চলেছে
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ৭ ডিসেম্বর-বাঙলাদেশ পাকিস্তানী দখলদার ফৌজের শক্ত ঘাঁটি যশাের ক্যান্টনমেন্টের পতন হয়েছে। ভারতীয় বাহিনী ও বাঙলাদেশের মুক্তিবাহিনী একযােগে লড়াই চালিয়ে আজ বিকালে যশাের ক্যান্টনমেন্ট দখল করে। সকালেই যশাের বিমানবন্দর ভারতীয় বাহিনীর করায়ত্ত হয়েছিল। যশাের ক্যান্টনমেন্টের পতনের ফলে পাকিস্তানী ফৌজের বাঙলাদেশে আর মাত্র দুটি ক্যান্টনমেন্ট-ঢাকা ও কুমিল্লার ক্যান্টনমেন্ট হাতে রইল উত্তর বাঙলাদেশের জেলা শহর শ্রীহট্টও আজ পাক কবলমুক্ত হয়েছে। ভারতীয় বাহিনী এখন শ্রীহট্টের সংলগ্ন খাদিমনগর সেনা ছাউনি সালুটিকর বিমানক্ষেত্র অবরােধ করে রয়েছে। এখানে হেলিকপ্টারে করে ভারতীয় সৈন্য পাঠানাে হয়। নৌবাহিনীর বিমানবহরের আঘাতে দুটি পাকিস্তানী গানবােট বিধ্বস্ত ও দুটি ক্ষগ্রিস্ত হয়েছে।
আজ সকালে ইস্টার্ণ কমান্ডের চীফ অব স্টাফ মেজর জেনারেল জ্যাকব যশাের বিমান বন্দর দখলের কথা জানিয়ে সাংবাদিকদের বলেন,“এখন আমরা পাকবাহিনীর সমস্ত প্রতিরােধ ব্যবস্থা চূর্ণ করেছি-এখন ভারতীয় আইন অগ্রগতি আরাে দ্রুত হবে।” বিকালে যশাের ক্যান্টনমেন্ট ও শ্রীহট্ট পাক কবলমুক্ত পাক ফৌজকে আত্মসমপর্ণ করা থেকে ঠেকাতে চাইছে। কিন্তু বাঙলাদেশে তাদের যে কোনও আশা নেই তা বুঝে বৃথা রক্তক্ষয় না করে দ্রুত আত্মসমপর্ণ করাই বিধেয়। তিনি জানান, গত ২৪ ঘন্টায় পাক ফৌজের চারজন উচ্চপদস্থ অফিসারসহ ১১০ জন নিহত, ২০ জন আহত এবং ৫৪ জন বন্দী হয়েছে।

সূত্র: কালান্তর, ৮.১২.১৯৭১