শরণার্থী শিক্ষকদের সাহায্য
সম্প্রতি ওপার বাংলার বেশ কিছু সংখ্যক শিক্ষক এপার বাংলায় আশ্রয় নিয়েছেন। তাদের সাহায্যার্থে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলাদেশ সহায়ক সমিতি ও সংগঠন করেছেন। কিন্তু এখনও এই সংস্থা দুস্থ শিক্ষকদের বাস্তব কোন প্রকার সাহায্য করতে সমর্থ হয়নি যদিও সমিতি এ বিষয়ে চেষ্টার কোন ত্রুটি করবে না বলে আশ্বাস দিয়েছেন। শরণার্থী শিক্ষকগণ সমাজের মর্যাদাসম্পন্ন সদস্য। যদিও পরিবার পরিজন নিয়ে আজ তারা সমস্যা জর্জরিত—তথাপি সাহায্যের জন্য যেথায়-সেথায় তারা আবেদন করতে পারেন না। এমতাবস্থায় আমার একটি নিবেদন রয়েছে। সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রি-ইউনিভার্সিটি এবং মধ্য শিক্ষা পর্ষদের হায়ার সেকেন্ডারী পরীক্ষা হচ্ছে। এই সকল পরীক্ষার বিভিন্ন বিষয়ক উত্তরপত্র দেখার জন্য স্থানীয় শিক্ষকদের নেয়া হােক এবং শেষােক্ত শিক্ষকদের অগ্রাধকার ও অধিক সংখ্যক উত্তরপত্র দেয়া হােক। কলকাতা বিশ্ববিদ্যালয়ে রেজিষ্ট্ৰীভুক্ত শরণার্থী শিক্ষকদের নাম ঠিকানা যােগ্যতাবলীর বিবরণ পাওয়া যাবে। নির্দিষ্ট বিষয়ক শিক্ষকদের তাদের নিজস্ব বিষয়ক উত্তরপত্র দেখার জন্য দিলে কর্তৃপক্ষেরও ফল প্রকাশে সময়ের মাত্রা কম লাগবে বলে আশা করা যায়। কর্তৃপক্ষ অনতিবিলম্বে এ বিষয়ে যথােপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন এবং হাজার সমস্যা প্রপীড়িত শরণার্থী শিক্ষকদের একটি আয়ের সংস্থান করবেন বলে আমরা আশা রাখি। অশােক রায়, গ্রাম: মধ্যমগ্রাম, ২৪-পরগণা।
সূত্র: দৈনিক যুগান্তর, ৯ জুন ১৯৭১