নাৎসীরা লজ্জা পাবে
নয়াদিল্লী, ৬ এপ্রিল (ইউএনআই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমস্ত দুপ্রাপ্য পাণ্ডুলিপি, দলিল এবং পুস্তক পশ্চিম পাকিস্তান সৈন্যরা পুরােপুরি ধ্বংস করে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাঠাগারটিকে তারা ধুলিসাৎ করে দিয়েছে।
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় নাৎসী বাহিনীও তাদের ধ্বংস লীলার মধ্যে আশ্চর্যজনকভাবে ইউরােপের পাঠাগার, যাদুঘর এবং স্মারক স্তম্ভগুলি বাদ দিয়েছিল। কিন্তু পাক পাকিস্তানী সেনাবাহিনী তাদেরও টেক্কা দিয়েছে।
রবিবারে রক্ত সূর্যোদয়
ইতিমধ্যে সকাল হয়ে যায় রবিবারের সকাল। পাবনার ইতিহাসে গণ-বিপ্লবের সূচনা হয় সেদিনের ভােরের রক্ত সূর্যের উদয়ের সাথে সাথে।
সূত্র: কালান্তর, ৮.৪.১৯৭১