শরণার্থীদের সাহায্যে হাঙ্গেরীর শ্রমিকশ্রেণী
সমাজতান্ত্রিক হাঙ্গেরীর শ্রমিকশ্রেণি বাঙলাদেশ থেকে আগত শরণার্থীদের সাহায্যাথে একদিনের বেতন দান করার সিদ্ধান্ত করেছে। সংগৃহীত টাকা দিয়ে তাঁবু, কম্বল, ঔষধপত্র ইত্যাদি শীঘই ভারতে পাঠান হবে। এ পর্যন্ত সমস্ত সাহায্যর প্রতিশ্রুতি প্রধানত সমাজতান্ত্রিক দেশ থেকেই এসেছে।
সমাজতান্ত্রিক দেশগুলি বাঙলাদেশে ইয়াহিয়ার বর্বর আক্রমণ ও ব্যাপক নরহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এখন সেই দেশগুলি থেকে শীঘ্রই শরণার্থীদের সাহায্যে যাবতীয় রিলিফ আসবে। এসব ঘটনাবলী থেকে প্রমাণ হয় যে, যারা সমাজতন্ত্রের বিরুদ্ধে আহােরাত্র কুৎসা প্রচারে ব্যস্ত রয়েছেন এবং মানবিকতার উপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ পর্যন্ত করেন নি, তাঁরা গণতন্ত্র ও মানুষের স্বাধিকার আন্দোলনের বন্ধু নয়।
হাঙ্গেরীর শ্রমিকশ্রেণি যখন শরণার্থীদের সাহায্য দানে এগিয়ে এসেছে তখন মার্কিন সাম্রাজ্যবাদীরা পাক সরকারকে সাহায্য বন্ধ করতে অনিচ্ছুক। মানবিক অধিকার বােধও যে শ্রেণি-নিরপেক্ষ নয়, এ ঘটনা তারই প্রমাণ।
আমরা আশা করি, হাঙ্গেরীর শ্রমিকশ্রেণির উজ্জ্বল দৃষ্টান্ত পুঁজিবাদী দেশের শ্রমিকশ্রেণিকে ও শরণার্থীদের সাহায্যে এগিয়ে আসতে উদ্দীপিত করবে।
সূত্র: কালান্তর ৮.৬.১৯৭১