You dont have javascript enabled! Please enable it!

নিরাপত্তা বন্দী জনাব মুজিবর রহমানের মুক্তিলাভ

রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্র হইতে ঘােষণা করা হইয়াছে যে, বিখ্যাত নিরাপত্তা বন্দী জনাব মুজিবর রহমান খানকে (ভুলবশত খান বলা হয়েছে) গতকাল মুক্তি দান করা হইয়াছে।

সূত্র: দৈনিক ইনসাফ, ২৮ ফেব্রুয়ারি ১৯৫২
ভাষা আন্দোলনে শেখ মুজিব কতিপয় দলিল -ড. এম আবদুল আলীম