You dont have javascript enabled! Please enable it! 1953.09.13 | পূৰ্ব্ববঙ্গে উর্দু শিক্ষাদান | ঢাকা প্রকাশ - সংগ্রামের নোটবুক

পূৰ্ব্ববঙ্গে উর্দু শিক্ষাদান

ঢাকা ২৮শে আগষ্ট : পূৰ্ব্ব-পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী জনাব শেখ মুজিবুর রহমান অদ্য ঘােষণা করেন যে, সরকার যদি পূর্ববঙ্গের স্কুলসমূহে উর্দুকে বাধ্যতামূলক করার নীতি পরিহার না করেন তাহা হইলে সমগ্র প্রদেশে উর্দু বর্জন আন্দোলন শুরু করা হইবে। তিনি বলেন যে, বাধ্য হইয়াই উর্দুর বিরুদ্ধে আমাদিগকে প্রত্যক্ষ কর্মপন্থা অবলম্বন করিতে হইবে। তিনি আরও ঘােষণা করেন যে, এ সম্পর্কে আলােচনা এবং একটি সুষ্ঠু কর্মপন্থা অবলম্বনের জন্য শীঘ্রই বামপন্থী দলসমূহের একটি যুক্ত সম্মেলন আহ্বান করা হইবে।

সূত্র: ঢাকা প্রকাশ, ১৩ সেপ্টেম্বর, ১৯৫৩, পৃ. ৩
ভাষা আন্দোলনে শেখ মুজিব কতিপয় দলিল -ড. এম আবদুল আলীম