পূর্ববঙ্গের বন্দীমুক্তি ও বাংলাকে রাষ্ট্রভাষার দাবীতে বিপুল আন্দোলন
ঢাকায় বন্দীমুক্তি দিবসে বিরাট জনসমাবেশ
অবিলম্বে রাজবন্দীদের মুক্তি না দিলে ব্যাপক আন্দোলন সৃষ্টির ঘােষণা
ঢাকা, ৮ই ডিসেম্বর (বিলম্বে প্রাপ্ত)—গত ৫ই ডিসেম্বর ঢাকার আরমানিটোলা ময়দানে বন্দীমুক্তি দিবস উপলক্ষে এক বিরাট সমাবেশ হয়। কেবলমাত্র মুসলিম লীগ ব্যতীত আর সকল দল বন্দীমুক্তি দিবসের সভায় অংশগ্রহণ করেন। বিভিন্ন বক্তা বন্দীদের মুক্তি না দিলে দেশব্যাপী বিরাট গণআন্দোলন সৃষ্টির কথা ঘােষণা করেন।…
সর্বদলীয় রাষ্ট্রভাষা কমিটি ৫ই ডিসেম্বর পূর্ব পাকিস্তানব্যাপী বন্দীমুক্তি দিবস পালনের জন্য আহ্বান জানাইয়াছিলেন। সেই আহ্বানে ওইদিন ঢাকায় আরমানিটোলা ময়দানে রাষ্ট্রভাষা কমিটির কনভেনর ও আওয়ামী লীগ নেতা জনাব আতাউর রহমানের সভাপতিত্বে এক বিরাট সভা হয়।
সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শেখ মুজিবুর রহমান বলেন, “মওলানা ভাসানীসহ বহু কর্মী বিনা বিচারে আটক রহিয়াছেন, ভাষা আন্দোলন ছাড়াও জনতার অন্যান্য দাবী নিয়া যাহারা লড়িতেছিলেন তাহাদের অনেককে সরকার ইতঃপূর্বে আটক রাখিয়াছে। মওলানা ভাসানী ও সহকর্মীরা জেলে থাকিলে আমরা বাহিরে থাকিতে চাহিনা। সরকার অবিলম্বে বন্দীদের মুক্তি না দিলে দেশব্যাপী গণ-আন্দোলন সৃষ্টি হইবে।… সভায় ইসলামিক ভ্রাতৃসংঘের ইব্রাহিম তাহা, তমদুন মজলিসের আশরাফ ফারুকী, ছাত্রলীগের কামরুজ্জামান, গণতন্ত্রী দলের দেওয়ান মাহবুব আলী, খেলাফত পার্টির সুলেমান খান, মহম্মদ ইমাদুল্লা, গাজীউল হক বক্তৃতা করেন।
সূত্র: সাপ্তাহিক মতামত, ২০ ডিসেম্বর ১৯৫২
ভাষা আন্দোলনে শেখ মুজিব কতিপয় দলিল -ড. এম আবদুল আলীম