You dont have javascript enabled! Please enable it! ১৯৬১ অবাঙ্গালী জনপ্রিয় গভর্নর আজম খান - সংগ্রামের নোটবুক

১৯৬১ অবাঙ্গালী জনপ্রিয় গভর্নর আজম খান

আজম খান আর এডমিরাল আহসানকে পাকিরা বাঙালি বলিত। এদের কথা রাখিতনা কেন্দ্র। আজম খানের যে বিদায় সম্বর্ধনা বাঙালি দিয়াছিল তাহা স্মরণ রাখার মত। তার বিদায়ে লোকজন কান্নাকাটি করেছিল। শেষ দিন বঙ্গভবনের গেট সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছিল। বঙ্গভবনের নতুন ভবন তিনি তৈরি করেছিলেন আমি দেখিনাই ১৯৬০ এর দিকে উনি সিতাকুন্ডে এসেছিল বলে শুনেছি সাইক্লোনের লাশ উদ্ধারে লেগেছিল নিজে। জেনারেল আজম খান এক জন নিতীবান মানূষ ছিলেন। তিনি ১৯৫৩ সালে লাহোরে জামাতের কাদিয়ানি বিরোধী দাংগার সময়  প্রথম মারশাল জারি করেন এবং মওলানা আবূ আলা মওদুদি কে গ্রেফতার করেন। বিচারে মওদুদির ফাসির সাজা হয়।