You dont have javascript enabled! Please enable it!
২ আগস্ট বাংলাদেশ দিবস
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরাবাসীর অবদান সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। ত্রিপুরায় মুক্তিযুদ্ধের সমর্থনে প্রায় প্রতিদিন সভা-সমাবেশ হয়েছে, ত্রাণের জন্য দান সংগ্রহ করা হয়েছে। হরতাল পালিত হয়েছে। মার্চ-এপ্রিলেই বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার জন্য আহ্বান জানানাে হয়েছে। আগস্ট মাসে বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার জন্য ছাত্ররা বাংলাদেশ দিবস পালন করে।
আগরতলা থেকে প্রকাশিত দৈনিক সংবাদের প্রতিবেদন অনুযায়ী ২ আগস্ট এ দিবস পালিত হয়- “জাতীয় ছাত্র পরিষদ ও ছাত্র ব্লকের আহ্বানে আজ রাজধানী আগরতলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশ দিবস’ পালন করেন। বাংলাদেশকে স্বীকৃতি দানের দাবীতে ছাত্র-ছাত্রীরা ক্লাশ বর্জন করেন। এক বিশাল শােভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রী পীযূষ দেবরায়ের সভাপতিত্বে সমাবেশে মিলিত হয়। বিভিন্ন বক্তা বাংলাদেশকে অবিলম্বে স্বীকৃতি দানের দাবি জানান।”
সূত্র :
দৈনিক সংবাদ, আগরতলা, ৩.৮. ১৯৭১
ভিনদেশিদের মুক্তিযুদ্ধ – মুনতাসির মামুন
error: Alert: Due to Copyright Issues the Content is protected !!