You dont have javascript enabled! Please enable it! শরনার্থীদের জন্য চিত্রশিল্পীরা এগিয়ে এলেন। - সংগ্রামের নোটবুক

শরনার্থীদের জন্য চিত্রশিল্পীরা এগিয়ে এলেন।

আজ যাদের ছবি লক্ষ টাকায় কেনা দুষ্কর, ১৯৭১ সালে তাঁরা সবাই এগিয়ে এসেছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্যের জন্য ভিক্টোরিয়া হাউসের বিপরীতে ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের শিল্পীরা তাদের ছবি দিয়েছিলেন । শিল্পীরা হলেন-প্রবীর দাশগুপ্ত, সুনীল দাশ, অমিতাভ ব্যানার্জি, শ্যামল দত্ত রায়, শৈলেন মিত্র, বরীন মণ্ডল, সনৎ কর, মানু পারেখ, মানু রাথােড, লালু প্রসাদ সাহা, শ্রীমতী অমিতাভ ব্যানার্জি, শ্রীমতী জফিন মৃদুলা, অমরেন্দ্রলাল রায় চৌধুরী, জগদীশ ব্যানার্জি, সুহাস রায়, সুভাপ্রসন্ন, পানেশ্বর প্রমুখ।

পত্রিকা লিখেছিল- “সেখানে যাদের ছবি দেখা যায় তারা প্রায় সবাই প্রতিভাবান শিল্পী, তাঁদের এই ছবিগুলাে জলরং, তেলরং, পেলে কালার প্রভৃতির কোনাে কোনাে ছবি শিল্পকর্ম ও সৃষ্টি ধর্মের বিচারে পাঁচশাে টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত দাম করা চলত । কিন্তু এখানে তারা মাত্র দশ টাকার বিনিময়ে এক একটি ছবি বিক্রি করেছেন। অবশ্য কোন ক্রেতা বা সাহায্যকারী ১০ টাকার বেশি ইচ্ছামতাে দাম দিয়ে ছবি কিনে সাহায্যের জন্য এগিয়ে আসতে পারেন ।…প্রদর্শনী শুরু হয় গত ২৪ এপ্রিল থেকে এবং এখনও চলবে অনির্দিষ্টকালের জন্য প্রত্যেক শনিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।”

সূত্র : দৈনিক কালান্তর, কলকাতা, ৭.৬, ১৯৭১