You dont have javascript enabled! Please enable it! শরনার্থীদের জন্য তেলেগু চলচ্চিত্র কর্মিদের সাহায্য। - সংগ্রামের নোটবুক
শরনার্থীদের তেলেগু চলচ্চিত্র কর্মিদের সাহায্য।
====================
সারা ভারতের মানুষজন যেভাবে মার্চ মাস থেকে মুক্তিযুদ্ধের সমর্থনে এগিয়ে এসেছিল এরকম দৃষ্টান্ত বিরল। তেলেগু ছায়াছবি দশরি বুনদউর প্রযােজক পরিবেশক এবং প্রদর্শকরা কংগ্রেস সভাপতি সঞ্জীবায়ার হাতে দশ হাজার টাকা তুলে দেন। মুক্তি সংগ্রামীদের সাহায্যের জন্য ২৫ এপ্রিল এ টাকা দান করা হয়েছিল।
সূত্র :
দৈনিক কালান্তর, কলকাতা, ২৬.৪. ১৯৭১
ভিনদেশিদের মুক্তিযুদ্ধ – মুনতাসির মামুন