You dont have javascript enabled! Please enable it! বাংলাদেশের জন্য কোলকাতায় বুদ্ধিজীবীদের মিছিল - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের জন্য কোলকাতায় বুদ্ধিজীবীদের মিছিল

২০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন জানিয়ে পশ্চিমবঙ্গে শিল্পী সাহিত্যিকরা একটি মিছিল বের করেন। চৌরঙ্গীর টাটা বিল্ডিং থেকে যাত্রা শুরু করে মিছিলটি মার্কিন ও সােভিয়েত কনসালদের অফিসে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপির মূল বক্তব্য ছিল ইয়াহিয়ার বর্বরতা বন্ধ করতে হবে এবং বাংলাদেশকে স্বীকৃতি দিতে হবে। মিছিলটির উদ্যোক্তা ছিল বাংলাদেশ সহায়ক শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সমিতি।

মিছিলটি বাংলাদেশ কূটনৈতিক মিশনের প্রধান হােসেন আলীকে অভিনন্দন জানাতে আসে। হােসেন আলী বেরিয়ে এসে বলেন, “আমরা আপনাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ । আপনারাই আমাদের ভরসা যুগিয়েছেন।” মিছিল থেকে সমবেতভাবে আমার সােনার বাংলা, আমি তােমায় ভালােবাসি’, গাওয়া হয়।

ঐ দিনের ঐ মিছিলে ছিলেন
সুভাষ মুখোপাধ্যায় সুভাষ মুখােপাধ্যায়, বিবেকানন্দ মুখােপাধ্যায়, সুচিত্রা মিত্র, সরযু দেবী, মণীন্দ্র রায়, মনােজ বসু, ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, নরেন্দ্রনাথ মিত্র, সাধনা রায় চৌধুরী, দক্ষিণারঞ্জন বসু, শঙ্খ ঘােষ, দীনেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অমিতাভ দাশগুপ্ত, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সিদ্ধেশ্বর সেন, সন্তোষ ঘােষ, তরুণ সান্যাল, চিত্ত রায়, প্রসূণ বসু, ধনজ্ঞয় দাশ, গণেশ বসু, রমেণ আচার্য প্রমুখ ।

সূত্র :

দৈনিক কালান্তর, কলকাতা, ২১.৪. ১৯৭১

ভিনদেশিদের মুক্তিযুদ্ধ – মুনতাসির মামুন