দুর্বার গতি পদ্মা | মুক্তিযুদ্ধে ঋত্বিক কুমার ঘটক
বাংলাদেশের দর্শক দু’টি কারণে ঋত্বিক কুমার ঘটককে চেনেন। পঞ্চাশ ও তার পূর্ববর্তী জেনারেশন চেনেন ‘মেঘে ঢাকা তারা’র জন্য। এবং পঞ্চাশ পরবর্তী জেনারেশন জানেন বাংলাদেশে নির্মাণ করা ‘তিতাস একটি নদীর নাম’ এর জন্য। ঋত্বিক এর পিতা যুবনাশ্ব বা মনীশ ঘটক এখানকারই মানুষ। সে কারণে, ঋত্বিকের একটি টান ছিল বাংলাদেশের প্রতি।
১৯৭১ সালের জুলাই মাসে তিনি ছােট একটি ছবি করেন বাংলাদেশ নিয়ে যার নাম অনেকে জানেন না। ছবিটির নাম দুর্বার গতি পদ্মা। এক মুক্তিযােদ্ধার জবানিতে বলা টুকরাে টুকরাে নানান তথ্য, ঘটনা, প্রতীক এর সমন্বয়। পদ্মা, দাঁড়িপাল্লা, নৌকা, লাল পর্দা প্রভৃতি প্রতীক বা আঁকা ছবির মাধ্যমে বাংলাদেশের জটিল বাস্তবকে বােঝাবার চেষ্টা হয়েছে।
উৎস :
সপ্তাহ, কলকাতা, জুলাই, ১৯৭১
ভিনদেশিদের মুক্তিযুদ্ধ – মুনতাসির মামুন