পূর্ব জার্মানির ডক শ্রমিক
পূর্ব জার্মানির সরকারি নাম ছিল জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র । বাল্টিকের তীরে সবচেয়ে বড় বন্দর রস্টক। সেই বন্দরে ডক শ্রমিকের সংখ্যা প্রায় ছয় হাজার। তারা একত্রিত হয়ে নভেম্বরে বেশ বড় সড় একটি বিবৃতি দিলেন। তারা জানালেন১. শান্তি ফেরাবার জন্য এ অঞ্চলে [উপমহাদেশ] গণতন্ত্র প্রতিষ্ঠা করা দরকার ২. লক্ষ লক্ষ শরণার্থী ভারতে এসে আশ্রয় নিচ্ছেন, এটি উদ্বেগজনক ঘটনা ৩. “শরণার্থীদের চরম দুর্গতি এবং ভারতীয় জনসাধারণকে যে ত্যাগ স্বীকার করতে হচ্ছে তার অবসানের জন্য পূর্ব পাকিস্তানের সমস্ত রাজনৈতিক ও গণসংগঠনগুলির পুনরুজ্জীবন এবং সেখানকার সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা শেখ মুজিবুর রহমানের মুক্তির প্রয়ােজন।”
উৎস : সপ্তাহ, কলকাতা, নভেম্বর, ১৯৭১, ভিনদেশিদের মুক্তিযুদ্ধ – মুনতাসির মামুন