You dont have javascript enabled! Please enable it!
ভিনদেশিদের মুক্তিযুদ্ধ
মিয়ামি বিশ্ববিদ্যালয়ে পদ্মিনী রামচন্দ্রের অনুষ্ঠান।
==============
আমেরিকার মিয়ামি বিশ্ববিদ্যালয়ে যে সব ভারতীয় ছাত্র-ছাত্রীরা পড়াশােনা করতেন, মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের সাহায্যার্থে একটি অনুষ্ঠান করবেন বলে ঠিক করেন। মিয়ামীর কোকোনাট গ্রোভে ১৮ সেপ্টেম্বর রাত ৮টায় অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ভারতের প্রখ্যাত নৃত্যশিল্পী পদ্মিনী রামচন্দ্রের নাচ।
অনুষ্ঠানের দিন ৬০০ দর্শকে গ্রোভ হাউস কানায় কানায় পূর্ণ। হলের বাইরে প্রতিবাদ সমাবেশ করল পাকিস্তান স্টুডেন্টস ওয়েলফেয়ার রিক্রেয়েশন সােসাইটি। এর প্রেসিডেন্ট শফিক চৌধুরী বললেন, এটি একটি পলিটিকাল ‘পারফরমেন্স’ । এখানে যে টাকা উঠবে তা পাঠানাে হবে ভারতে।
এরি মধ্যে রব উঠল হলে বােমা রাখা হয়েছে। এ গুজব ছড়িয়েছিল পাকিস্তানিরা। পুলিশ এসে হল খালি করে বােমা খুঁজতে লাগল। বােমা অবশ্য পাওয়া গেল না । কিন্তু তারপর অনুষ্ঠান হয়েছিল কিনা তা জানা যায়নি।
রেফারেন্স – ভিনদেশিদের মুক্তিযুদ্ধ – মুনতাসির মামুন, পৃষ্ঠা ৬০
error: Alert: Due to Copyright Issues the Content is protected !!