১৯ জুন বাংলাদেশ সংহতি দিবস
সি আই টি ইউ’র আহ্বান
(নিজস্ব সংবাদদাতা)
কলকাতা, ৮ জুন- সি. আই.টি.ইউ’র সাধারণ সম্পাদক পি রামমূর্তি এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের শ্রমিক শ্রেণী এর জনগণের প্রতি সংহতি জ্ঞাপনের জন্য আগামী ১৯ জুন সি.আই.টি. ইউ দেশব্যাপী অন্যান্য ট্রেড ইউনিয়ন সংস্থার সাথে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ সংহতি দিবস পালনের আহ্বান জানাচ্ছে।
২১ মে দিল্লিতে আই এন টি ইউ সি, সি আই টি ইউ, এ আই টি ইউ সি এবং ইউ সি ইউ সি (উভয় অংশও) এক সভা থেকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই আহ্বান জানানাে হয়েছে।
বাংলাদেশ সরকারের স্বীকৃতির দাবিতে সর্বত্র ইস্তাহার প্রচার, সভা-সমাবেশ করতে হবে।
সি আই টি ইউ বিশ্বাস করে যে, ভারতের শ্রমিক শ্রেণীর এই ঐক্যবদ্ধ সংগ্রাম বাংলাদেশের জনগণকে উৎসাহিত করবে এবং বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দিতে ভারত সরকারকে বাধ্য করবে।
সূত্র: দেশের ডাক
১১ জুন, ১৯৭১
২৭ জ্যৈষ্ঠ, ১৩৭৮