You dont have javascript enabled! Please enable it! 1971.09.08 | দৈনিক যুগান্তর, ৮ সেপ্টেম্বর ১৯৭১ তারিখের পত্রিকার মূল কপি। - সংগ্রামের নোটবুক

দৈনিক যুগান্তর, ৮ সেপ্টেম্বর ১৯৭১ তারিখের পত্রিকার মূল কপি

শিরোনাম
======
১৫ দিনে পাঁচ শতাধিক পাক সৈন্য খতম।
গুরুত্বফূর্ণ দৌত্যে কল আজ মুজিব নগরে যাচ্ছেন।
পাক দূত সুবিধা করতে পারেনি।
প্রতিরক্ষার ক্ষেত্রে বিদেশী শক্তির কর্তৃত্ব চলবে না।
সাম্প্রদায়িক দলগুলি দেশের ঐক্যের পক্ষে বিপজ্জনক – ইন্দিরা গান্ধী।
ভারতের বিরুদ্ধে ভুট্টোর আজব অভিযোগ।
বিরোধী কংগ্রেস কর্তৃক ভারত – রুশ মৈত্রী চুক্তি সমর্থন ।
অপহৃত সাংবাকিদের মুক্তির জন্য।
চ্যবনজীরও কিছু করার আছে।
শরণার্থী সমস্যা একটি আন্তর্জাতিক ব্যাপার ।
কমনওয়েলথ পার্লামেন্টারী সম্মেলনে ভারত বাঙলাদেশ প্রশ্ন উত্থাপন করবে।
পূর্ব সীমান্তের নিরাপত্তা।
শরাণার্থী দেখতে গলব্রেথ সফরে এসেছেন।
পাকিস্তানে পরিত্যাক্ত সম্পত্তির জন্য ক্ষতিপূরণ দাবী।
ইয়াহিয়ার নতুন টোপ।
বাঙলাদেশের মুক্তি যুদ্ধে ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট।
গদীর পরিবর্তে ভুট্টোর ভাগ্যে কি শেষ পর্যন্ত হাজত?
কাশ্মীর পাক বোমারু বিমানে আকাশ সীমা লঙ্ঘন।
জঙ্গী ট্রাইব্যুনালে ৭২ জন আওয়ামী লীগ নেতার বিচার ।

বিশেষ দ্রষ্টব্য –
কিছু কিছু সংবাদ দুই বা তার বেশী কলামে ছাপানো হয়েছে। সেক্ষেত্রে পেপার কাটিং নেবার সময় একবারে উপর থেকে নীচে নেয়া হয়েছে। এক্ষেত্রে পাঠককে যদি একই খবরের ২/৩ টি ছবি থাকে (দুই বা তার বেশী কলামের) তাহলে বাম দিকের কলাম গুলো আগে পড়তে হবে এরপর আবার একই খবরের প্রথম ছবিটার থেকে ডান দিকের কলামগুলো পড়ে আসতে হবে।