যুগান্তর ৩ সেপ্টেম্বর ১৯৭১ তারিখের পত্রিকার মূল কপি
শিরোনাম
পিংপঙের আমন্ত্রণ স্বীকৃত – ভারত চীনে দল পাঠাচ্ছে
বাঙলাদেশ স্বাধীন হলে শরণার্থীদের সসম্মানে পুনর্বাসন দেওয়া হবে –তাজুদ্দিন
কুমিল্লার অদূরে ৮৪ জন পাক সৈন্য খতম
ইয়াহিয়া মার্কিণ সমর্থন চাওয়ার অধিকার হারিয়েছেন
জঙ্গি ইয়াহিয়ার আবোল তাবোল
বাঙলাদেশের সমস্যা মিটলে পাকিস্তানকে সাহায্য –বন প্রতিনিধিদল
পাকিস্তানে পিপলস্ পার্টি দু’টুকরো হল
মুজিবের বিচার বন্ধের চাপ দিচ্ছে
আন্তঃ সংসদীয় ইউনিয়ন বাঙলাদেশে গণ-হত্যার নিন্দা
শরাণার্থী সমস্যা পাকিন্তান ভারতের ওপর বিরাট চাপিয়ে দিয়েছে
জঙ্গীশাহী ও দালালদের বীভৎস হত্যাকাণ্ড
নেতৃত্ব গ্রহণে নুরুল আমিন অসম্মত
বাংলাদেশের ১৭ জন বুদ্ধিজীবীকে সমর কর্তৃপক্ষের সামনে তলব
টিক্কা খান রাওয়ালপিন্ডি কেটে পড়লেন
ভুট্রোও খুশি নন
টিক্কার অপসারণ পাক জঙ্গীশাহীর পরাজয়ের স্বীকৃতি
বিশেষ দ্রষ্টব্য –
কিছু কিছু সংবাদ দুই বা তার বেশী কলামে ছাপানো হয়েছে। সেক্ষেত্রে পেপার কাটিং নেবার সময় একবারে উপর থেকে নীচে নেয়া হয়েছে। এক্ষেত্রে পাঠককে যদি একই খবরের ২/৩ টি ছবি থাকে (দুই বা তার বেশী কলামের) তাহলে বাম দিকের কলাম গুলো আগে পড়তে হবে এরপর আবার একই খবরের প্রথম ছবিটার থেকে ডান দিকের কলামগুলো পড়ে আসতে হবে।
বিশেষ দ্রষ্টব্য –
কিছু কিছু সংবাদ দুই বা তার বেশী কলামে ছাপানো হয়েছে। সেক্ষেত্রে পেপার কাটিং নেবার সময় একবারে উপর থেকে নীচে নেয়া হয়েছে। এক্ষেত্রে পাঠককে যদি একই খবরের ২/৩ টি ছবি থাকে (দুই বা তার বেশী কলামের) তাহলে বাম দিকের কলাম গুলো আগে পড়তে হবে এরপর আবার একই খবরের প্রথম ছবিটার থেকে ডান দিকের কলামগুলো পড়ে আসতে হবে।