ভারতীয় বাহিনী বাঙলা থেকে সরে আসবে
১৬ ডিসেম্বর ঢাকাতে বাঙলাদেশ মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানি ফৌজের অবশ্যম্ভাবী আত্মসমর্পণের ফলে স্বাধীন বাঙলাদেশে একটি বাস্তব ঘটনারূপে পৃথিবীর ইতিহাসে স্থান পেল। সেই ঐতিহাসিক ঘটনার প্রথম সংবাদ দেন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী। বৃহস্পতিবার লােকসভায় তিনি ঘােষণা করেন।
বাঙলাদেশের বীর জনগণকে আর তাদের মুক্তিবাহিনীকে তাদের দেশকে সন্ত্রাসের রাজত্ব থেকে মুক্ত করার সাহায্য করা এবং আমাদের জনগণের উপর আক্রমণ প্রতিরােধ করার মধ্যেই আমাদের উদ্দেশ্য সীমাবদ্ধ।
ভারতীয় সশস্ত্র বাহিনী প্রয়ােজনের অতিরিক্ত একটি দিনও বাঙলাদেশে থাকবে না।
প্রধানমন্ত্রী আরও বলেন-
‘আমরা আশা করি ও প্রার্থনা করি, এই নতুন রাষ্ট্রের জনক শেখ মুজিবুর রহমান তার ন্যায্য আসন গ্রহণ করবেন এবং বাঙলাদেশকে শন্তি, অগ্রগতি ও উন্নতির পথে নিয়ে যাবেন। এখন তাদের সােনার বাঙলার উজ্জ্বল ভবিষ্যতের দিক তাকাবার সময় সমুপস্থিত। এই জয় তাদের একার জয় নয়। মানবমুক্তি ও মানবাত্মার মূল্য যেসব দেশ দিয়ে থাকে তারা সকলেই এই গুরুত্ব পূর্ণ দিকচিহ্নকে স্বীকার করবে।’
সূত্র: সপ্তাহ, ২৪ ডিসেম্বর ১৯৭১