বাঙলাদেশের সমর্থনে পূর্ব জার্মানির ডক শ্রমিক
জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্রের বাটিক সাগর তীরের সবচেয়ে বড় বন্দর রস্টকের ৬ হাজার ডক শ্রমিক পূর্ব পাকিস্তানের সমস্যার শান্তিপূর্ণ সমাধান দাবি করেছেন। সম্প্রতি নব কংগ্রেস দলের সাধারণ সম্পাদক হেনরি অস্টিনের সঙ্গে সাক্ষাৎকারের সময় তারা নিজেদের অভিমত ব্যক্ত করেন। এক প্রস্তাবে তারা বলেছেন, জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্রের সমস্ত মানুষের মতাে আররাও মনে করি যে দুনিয়ার এই অংশে শান্তি সুরক্ষিত করার জন্যে পূর্ব পাকিস্তানে যতশীঘ্র সম্ভব গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা দরকার। পূর্ব পাকিস্তানের ঘটনাবলীর ফলে লক্ষ লক্ষ শরণার্থী ভারতে এসে আশ্রয় গ্রহণ করেছেন দেখে ডক শ্রমিকর শরণার্থীদের চরম দুর্গতি এবং ভারতীয় জনসাধারণকে যে ত্যাগ স্বীকার করতে হচ্ছে তার অবসানের জন্য পূর্ব পাকিস্তানের সমস্ত রাজনৈতিক ও গণসংগঠনগুলাের পুনরুজ্জীবন এবং সেখানকার সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা শেখ মুজিবুর রহমানের মুক্তি প্রয়ােজন। তারা আরাে বলেছেন, শরণার্থীরা যাতে শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের বাস ভূমিতে ফিরে গিয়ে শান্তিতে দৈনন্দিন কাজকর্ম করতে পারেন তার উপযুক্ত অবস্থা সৃষ্টি করা উচিত।
২৬ নভেম্বর ১৯৭১