বাংলাদেশের সমর্থনে জনসভা
আগরতলা, ২৮ এপ্রিল: গত ১৭ এপ্রিল রাইমা বাজারে বাংলাদেশের বর্তমান সংগ্রামের সমর্থনে মার্কসবাদী। কমিউনিস্ট পার্টির ডাকে এক বিরাট জনসভা অনুষ্ঠিত হয়। এই সভায় ফ্যাসিস্ট ইয়াহিয়া সরকারের তীব্র নিন্দা করা হয় এবং অবিলম্বে ভারত সরকার কর্তৃক অস্থায়ী বাংলাদেশ সরকারকে স্বীকৃতি, অস্ত্র ও খাদ্য সাহায্য দান ও বর্তমানে যেভাবে এক শ্রেণীর চোরাকারবারী নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি করেছে সে চক্রান্ত প্রতিরােধ করার আহ্বান জানানাে হয়। তম্বুর প্রকল্পের ফলে যাদের জমি জলমগ্ন হবে তাদের উপযুক্ত ক্ষতিপূরণের জন্যও প্রস্তাব দেয়া হয়। সভায় বক্তৃতা করেন কম. পাখি ত্রিপুরা, কম. জয় কুমার ত্রিপুরা ও নারায়ণ আচার্য। সভায় সভাপতিত্ব করেন কম, প্রসন্ন কুমার রােয়াজ। এই সভায় পূর্ববাংলা থেকে আগত তিন শতাধিক লােক উপস্থিত ছিলেন।
সূত্র: দেশের ডাক
৭ মে, ১৯৭১
২৩ বৈশাখ, ১৩৭৮