You dont have javascript enabled! Please enable it!

বগুলায় আগত উদ্বাস্তুরা অসুবিধায় সম্মুখীন

বগুলা ২৯ এপ্রিল (সংবাদদাতা)- বাঙলাদেশ থেকে যেসব উদ্বাস্তু নদীয়া জেলার বগুলায় আসছেন তাঁরা অত্যন্ত অসুবিধার সম্মুখীন হচ্ছেন। বানপুর, মাজাদয়া, চন্দনগর ক্যাম্পে জায়গা না পেয়ে বহু উদ্বাস্তুরা বগুলা এলাকার বিভিন্ন গ্রামে, স্টেশনে ও স্কুলে আশ্রয় নিয়েছেন।
স্থানীয়ভাবে জনসাধারণ সেবা কার্যের আপ্রাণ প্রচেষ্টা চালালেও প্রয়ােজনের তুলনায় তা নিতান্ত সামান্য। স্থানীয় বাঙলাদেশ সংহতি সমিতি এদিকে সরকার ও রাজ্যের অন্যান্য কমিটি গুলির দৃষ্টি আকর্ষণ করেছে।
বর্ধমানে উদ্বাস্তু আগমন
সম্প্রতি দিনাজপুর থেকে কিছু উদ্বাস্তু এসে বর্ধমান জেলার কেতুগ্রাম থানার আনখােনা গ্রামে আশ্রয় নিয়েছেন। পাক হানাদাররা তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। বর্তমান প্রায় অর্ধহার ও অনাহারে তারা দিন কাটাচ্ছেন।

সূত্র: কালান্তর, ৩০.৪.১৯৭১