তাজউদ্দীনকে কে কবে ‘বঙ্গতাজ’ উপাধি দিয়েছিলো?
২৩ ফেব্রুয়ারি ১৯৭২ তারিখের বাংলার বাণী পত্রিকা হতে জানা যায়, ২১ শে ফেব্রুয়ারি ১৯৭২ তারিখে কাপাসিয়া ছাত্রলীগ একটি সভায় অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদকে ‘বঙ্গতাজ’ উপাধি প্রদানের প্রস্তাব করা হয়। কাপাসিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব তাজউদ্দীন আহমদ এবং সভাপতি ছিলেন জনাব মঈনুদ্দিন। এর আগে জনাব তাজউদ্দীন স্থানীয় শহীদ মিনার পরিদর্শন করেন। স্থানীয় মুক্তিবাহিনী ও মুজিববাহিনী তাঁর সন্মানে একটি গার্ড অব অনার প্রদান করে।
তাজউদ্দীনকে বঙ্গতাজ উপাধি দেয়া
তাজউদ্দীনকে বঙ্গতাজ উপাধি দেয়া
সূত্র –
বাংলার বাণী, ২৩ ফেব্রুয়ারি ১৯৭২, পৃষ্ঠা ২ কলাম ৮
সংগ্রামের নোটবুক