“সো হোয়াট। প্রেসিডেন্ট নেই, ভাইস প্রেসিডেন্ট আছেন” – উপ-সেনাপ্রধান জিয়াউর রহমান | বঙ্গবন্ধু হত্যাকাণ্ড
আমার বাসা থেকে ডেপুটি চিফ জিয়াউর রহমান সাহেবের বাসা প্রায় ১০০ গজের দূরত্ব। আমি জিয়াউর রহমান সাহেবের বাসায় গেলাম। ডাকাডাকি করলাম। তিনি বেরিয়ে এলেন। অর্ধেক শেভ। শফিউল্লাহ সাহেবের কথা বললাম। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। তিনি বললেন, সো হোয়াট। প্রেসিডেন্ট নেই, ভাইস প্রেসিডেন্টতো আছেন – ইউ এলার্ট ইয়োর ট্রুপস।
– শাফায়াৎ জামিল।
References:
[1] একাত্তরের মুক্তিযুদ্ধ, রক্তাক্ত মধ্য-আগস্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর – কর্ণেল শাফায়াত জামিল, Shahitya Prakash, 1998, 1st ed, p. 103
[2] Major Gen K M Safiullah BU PSC, 15th August: A national Tragedy, 1st ed. prothoma, 2014.
[3] ফ্যাক্টস্- এন্ড ডকুমেন্টস্–বঙ্গবন্ধু হত্যাকান্ড – অধ্যাপক আবু সাইয়িদ p. 290
সংগ্রামের নোটবুক
www.songramernotebook.com