মনসুর আলীর নির্দেশে রক্ষীবাহিনী মানুষ গুম করতো – অভিযোগ খোন্দকার মোশতাকের।
১৯৭৪ সালে বঙ্গবন্ধু বলেন সারা দেশে রাতের অন্ধকারে ৪০০০ আওয়ামী লীগ নেতা-কর্মী এমপিকে হত্যা করা হয়েছে। ব্রিগেডিয়ার মঞ্জুর বলেছেন, এটা আওয়ামীলীগের অন্তঃকোন্দল। আর খন্দকার মোশতাক বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রী মনসুর আলীর নির্দেশে রক্ষীবাহিনী অসংখ্য মানুষ হত্যা করত, যাদের পরিবারের নারী ও শিশুরা তার বাড়ি (মোশতাকের) এসে কান্নাকাটি করত। [1, p. 44]
The violence continued to mount. Mujib himself at the end of 1974 claimed that almost 4000 Awami League party workers, including five Members of Parliament, had been killed ‘under cover of darkness’ by opposition groups. Brigadier Manzoor said that much of this killing was the result of intra-party squabbles. Khandaker Moshtaque Ahmed, who succeeded Mujib as President, told me that sometimes his house in the old quarter of Dhaka the nights were made hideous by the wailing of women whose husbands and sons had been dragged away by the Rakhi Bahini on Home Minister Mansoor Ali’s orders. Moshtaque claims these unfortunate people ‘just vanished’. [1, p. 44]
References:
[1] A. Mascarenhas, Bangladesh: A Legacy of Blood. Hodder and Stoughton, 1986.