আন্তর্জাতিক শ্রম সম্মেলনে ভারতে আগত শরণার্থী সমস্যা উত্থাপন
জেনেভা, ৮জুন (ইউএনআই)- ভারতের শ্রম এবং পুনর্বাসনমন্ত্রী শ্রী আর কে খাদিলকর আজ এখানে বাঙলাদেশ শরণার্থীদের বিপুল সংখ্যায় ভারতে প্রবেশ সম্পর্কে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেন।
আন্তর্জাতিক শ্রম সম্মেলনের ৫৬ তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধিদলের নেতা শ্রীখাদিলকর উপরােক্ত মর্মে ভাষণ দেন।
তিনি বলেন যে, এই পরিস্থিতি দেশের সমস্যাসঙ্কুল অর্থনীতির উপর এক প্রচণ্ড বােঝা চাপিয়ে দিয়েছে।
শ্রীখাদিলকর আরও বলেন যে, এই অবস্থা দেশের শৃঙ্খলা ও শান্তিকেই শুধু বিঘ্নিত করে তােলেনি, আভ্যন্তরীণ উত্তেজনারও সূচনা করেছে।
সূত্র: কালান্তর ৯.৬.১৯৭১