সুষ্ঠু ত্রাণ ব্যবস্থাসহ ১৫ দফা দাবি পেশ
উপ-রাজ্যপালের সহিত এমপি দ্বয়ের সাক্ষাৎকার
আগরতলা, ২ জুলাই: মার্কসবাদী কমিউনিস্ট এমপি শ্রীদশরথ দেব ও শ্রীবীরেন দত্ত আজ এ রাজ্যে আগত শরণার্থীদের বিভিন্ন জরুরি সমস্যা সম্পর্কে উপরাজ্যপাল শ্ৰী ডায়াসের সঙ্গে আলােচনা করেছেন। ত্রাণ ব্যবস্থার বিভিন্ন ত্রুটি দূর করা এবং শরণার্থীদের সুস্থ জীবনধারণের সুযােগ সৃষ্টি করার অনুকূলে এমপিদ্বয় উপরাজ্যপালের কাছে মােট পনের দফা প্রস্তাব এবং শরণার্থীদের বাস্তব সমস্যার তথ্যচিত্রসহ একটি দীর্ঘ স্মারকলিপি পেশ করেছেন।
সূত্র: দেশের ডাক
০৯ জুলাই, ১৯৭১
২৪ আষাঢ়, ১৩৭৮