বাঙলাদেশ শরণার্থী সমস্যা সম্পর্কে ঐক্যমত ঘােষণা
ভারত-সিংহল যুক্ত বিবৃতি
কলম্বাে, ১১ সেপ্টেম্বর (ইউএন আই)- ভারত এবং সিংহল উভয়েই মনে করে, বাঙলাদেশ শরণার্থী সমস্যা একটি অত্যন্ত জরুরী সমস্যা, পররাষ্ট্রমন্ত্রী সর্দার শরণ সিং এর তিনদিনব্যাপী সিংহল সফর শেষে প্রচারিত ভারত-সিংহল যুক্ত বিবৃতিতে এই ঐক্যমত প্রকাশ করা হয়। আজ শ্রীসিংস্ব দেশে প্রত্যাবর্তন করেছেন।
কি শরণার্থী ভারতকে যে সামাজিক ও অর্থনৈতিক সংকটাপন্ন করেছে তা শ্ৰীসিং ও সিংহলী প্রধানমন্ত্রী সরিমাভাে বন্দরনায়েকে যুক্ত বিবৃতিতে স্বীকার করেছেন। উল্লেখযােগ্য যে সিংহল অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে চায় না বলে যুক্ত বিবৃ তিতে পূর্ব পাকিস্তান বা বাঙলাদেশ’ কোন নামই ব্যবহৃত হয়নি।তবে শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তন সম্ভব করতে হলে পাকিস্তানকে রাজনৈতিক ও সাংবিধানিক পদ্ধতি কার্যকর করতে হবে বলে বিবৃতিতে জোর দেওয়া হয়। আজ সকালে দুই নেতা দুই ঘন্টাব্যাপী বৈঠকে বসেন। দুপুরে ইন্ডিয়া হাউসে এক সাংবাদিক সম্মেলনে শ্রী শরণ সিং যুক্ত বিবৃতিতে প্রকাশ করেন এবং কিছুক্ষণ পরেই স্বদেশ অভিমুখে যাত্রা করেন। বিবৃতিতে বলা হয়, দুই রাষ্ট্র নায়ক দ্বিপক্ষীয় বিষয়সমূহ এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে গভীর আলােচনা চালান। এর মধ্যে দক্ষিণ এশিয়া সমস্যা, ভারত-সােভিয়েত মৈত্রী চুক্তি, ভারত মহাসাগরে সিংহল প্রস্তাবিত শান্তি অঞ্চল এবং ভারত-সিংহল অর্থনৈতিক ও শিল্প সহযােগিতা প্রভৃতি বিশেষ উল্লেখযােগ্য।
সূত্র: কালান্তর,১২.৯.১৯৭১