You dont have javascript enabled! Please enable it!

শেখ কামাল সম্পর্কে শেখ রেহানা 

কামাল ভাইয়ের সবচেয়ে প্রিয় ছিলাম আমি। কামাল ভাইয়ের রিপাের্টারও আমি ছিলাম। মা’রও রিপাের্টার ছিলাম – মানে এই টিকটিকি আরকি। কোন খালাতাে বােনের চিঠি আসলাে, কোন খালাতাে ভাইয়ের চিঠি আসলাে – মানে “বিশেষ চিঠি” আরকি! তাে “মা ঐ চিঠিটা কিন্তু আজকে…” – মা তাে দুপুর বেলা ঐ চিঠিটিঠি কালেক্ট করে বসা, শাসন, কার ফোন এসে কেটে দিলাে ঐ রিপাের্ট – এই ছিলাে আমাদের বাড়ীর পরিবেশ। শেকড়টা আমরা ভুলবাে না। আমার বাড়ী যে টুঙ্গিপাড়া, আমি যে একটা গ্রামের মেয়ে, ঐটা কিন্তু আমি খুব গর্ব বােধ করি বলতে।

আমার দাদার খুব শখ ছিলাে নাতীর বউ দেখবেন। কামাল ভাই তখন যুদ্ধ থেকে আসলেন। আর্মিতে ছিলেন। মুক্তিযুদ্ধের পরে, আমরা খুকি আপার খুব ভক্ত ছিলাম, আমার মেঝ ভাইয়ের রুমে বিরাট একটা ছবি স্পাের্টসএর। ওরা প্র্যাকটিস করত একসাথে। আমার জামাল ভাই আর খুকি আপা – এনরা। মা’কে বললাম। তাে অনেকে এসে বলল যে, “এ? ঘরের বউ খেলবে! এইডা একটা কথা নাকি? দৌড়াবে।” মা চুপচাপ – মা বেশি কিছু বলেনা। তাে আমরা কয় ভাই-বােন মিলে মাকে বললাম, “মা, এত ভালাে একটা মেয়ে, যার কাছ থেকে ন্যাও, তুমি এই মেয়ে কিন্তু পাবেনা।” মা বলে, “কামাল কী বলে? কামাল যদি বলে, তাইলে আমি রাজি।” তারপর আমরা বললাম, “মা, বিয়ের পরে কিন্তু খেলতে দিতে হবে। তুমি কিন্তু তখন বলতে পারবা না ঘরের বউ খেলতে পারবেনা।” বলছে, “না, বলবাে না।”

Reference: Hasina A Daughter’s Tale

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!